
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫আগষ্ট) মাগরিব নামাজের পর উপজেলা কৃষকদল নেতা অলিউর রহমানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন।বানিয়াচং উপজেলা তাতীদল সভাপতি মওদুদ আহমেদ, ২নং ইউনিয়ন বিএনপি সাধারণ দিলোয়ার হোসেন,৬ নং কাগাপাশা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আলিম আহমেদ চৌধুরী,৩ নং ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ নুরুল হুদা, সেচ্ছাসেবকদল নেতা কবির আহমেদ তালুকদার, কৃষকদল নেতা হানু মিয়া, শেখ ইছাক, মহসিন খান, আব্দুল হামিদ, সাহেদ মিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।