
গোয়াইনঘাটে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ ই আগষ্ট ২০২৫ কেন্দ্রীয় বিএনপির কর্মসূচি অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এবং একই সাথে ‘৭১ এর মুক্তিযুেদ্ধ জীবনদানকারী শহীদগণ, ‘৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক একাধিকবারের চেয়ারম্যান সিলেট-৪ আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারী আব্দুল হাকিম চৌধুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহ সভাপতি আমজাদ বক্স, জালাল উদ্দীন, ১ম যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাজাহান সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আং হাসিম সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান,লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আং কাদির , উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম শাহীন, পূর্ব আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য ইলিয়াস মেম্বার, মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুসন আহমেদ, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ পশ্চিম আলীর গাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ , বিএনপি নেতা আং রাজ্জাক, এনামুল হক, আং ছালাম,চঞ্চল আহমেদ, যুবদল নেতা মাসুক আহমেদ, হেলাল আহমেদ, আলমগীর, হোসেন, রুবেল আহমেদ আং মান্নান, কামাল উদ্দিন,হাবিবুর রহমান হাবিব, সিরাজ উদ্দিন, মাহফুজ।
জাসাস সভাপতি মঞ্জুর আহমেদ, সাধারণ সম্পাদক আঃরব , ফতেপুর ছাত্র দলের সভাপতি নাজিম উদ্দিন সাধারণ সম্পাদক হেলোয়ার আহমেদ হেলু, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন ছাত্র দলের সাধারন সম্পাদক কাওসার আহমেদ পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক জুবের আহমেদ প্রমুখ।