
সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ জন পেশাদার জুয়াড়িকে গ্রেফতার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকাল ৩ টায় ডিবির ওসি রেজাউল করিমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলো, ওসমান গনির ছেলে মনা মিয়া (৪৩)আবদুস সালামের ছেলে বদরুল ইসলাম (৩৭) বাদশা মিয়ার ছেলে এনামুল (২৫) আবদুল আউয়ালের ছেলে বাবুল (৩০) আনফর আলীর ছেলে লালন উদ্দিন (৩৭) মিজান আলীর ছেলে শেখম আহমদ (৩৭) আবদুল বারেকের ছেলে মোঃ চান মিয়া(৩৬)। তারা সবাই সিলেট নগরীর বিভিন্ন এলকায় বসবাস করেন বলে পুলিশ জানায়।
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি চাঁদনীঘাট এলাকায় জুয়ার আসর বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি তাদের ওপর নজর রাখছিল। বৃহস্পতিবার জুয়া খেলা অবস্থায় হাতেনাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সিলেট মহানগর ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, গ্রেফতারকৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ডিউটি অফিসার জানান।