
মৌলভীবাজারে জুড়ীতে গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জুড়ী উপজেলা জাতীয় নাগরিক পার্টি (NCP) এই অনুষ্ঠানের আয়োজন করে।
জুড়ী শহরের ক্লাব রোডস্থ এম.জেড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী আব্দুল মালিক সাচ্চু। জাতীয় নাগরিক পার্টি (NCP) মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ আফজাল হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, তামিম আহমদ, আব্দুল বারী খোবায়েদ এবং আমির হামজাসহ আরও অনেকে।
আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।