
হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজ হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ তার বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। নিহত শিশুটির নাম তামিম মিয়া। সে উপজেলার মাতাপুর মহল্লার মিশুক চালক মামুন মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১০ আগস্ট) দুপুরে তামিম খেলার জন্য বাড়ি থেকে বের হয়। তার খেলার সঙ্গীরা জানায়, তারা তামিমকে দুপুর ২টা পর্যন্ত দেখেছেন। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। বাবা মামুন মিয়া মিশুক নিয়ে কাজে বের হয়েছিলেন এবং মা আকিরুন একটি বেসরকারি সংস্থায় গিয়েছিলেন। বাড়িতে তামিমের তিন ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না, তাই তার খোঁজ নেওয়ার মতো কেউ ছিল না!
সন্ধ্যা পর্যন্ত তামিম বাড়ি না ফেরায় তার বাবা-মা ও স্বজনেরা খোঁজাখুজি শুরু করেন। তারা বিভিন্ন জায়গায় মাইকিংও করান।
পরিবার জানায়, তামিম প্রায়শই বিছানায় প্রস্রাব করতো, তাই তাকে গোসল করে আসতে বলা হয়েছিল। এই কারণে তারা বিভিন্ন পুকুরে জাল ফেলে খোঁজ শুরু করেন।
প্রায় ৯ ঘণ্টা খোঁজার পর রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের মসজিদের পুকুর থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, তামিমের পেটে তেমন কোনো পানি ছিল না!
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনার বিষয়ে বানিয়াচং থানায় কোনো খবর পৌঁছায়নি। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তাফা জানিয়েছেন, খবর নিয়ে তারপর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।