
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুড়ী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২৫ আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে পাঁচটি পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় জুড়ী কলেজ রোডের উপজেলা বিএনপি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবেদ রাজা সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি নির্বাচনের বিস্তারিত তথ্য জানান। এসময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার ডা. মোস্তাকিম হোসেন বাবুল এবং মোহাম্মদ নজরুল ইসলাম।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে বিভিন্ন পদের জন্য মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেন।
সভাপতি পদে মাছুম রেজা ও দেওয়ান আইনুল হক সহ-সভাপতি: হাজী মোঃ হেলাল উদ্দিন ও মো: আব্দুল কাইয়ুম,
সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান আসকর ও মোঃ মতিউর রহমান চুনু
যুগ্ম সম্পাদক পদে মোঃ মোশতাক খাঁন, মোঃ নজমুল ইসলাম ও মামুনুর রশীদ
সাংগঠনিক সম্পাদক পদে রুমেল উদ্দিন ও আব্দুল লতিফ
আগামী ১৭ আগস্ট, রবিবার দুপুর ২:৩০টা থেকে বিকাল ৫:৩০টা পর্যন্ত শহরের মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।