
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বানিয়াচং উপজেলার গুণই বাজারে আজ বিকেলে এক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাসদের সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ।
আলোচনা সভাটি শুরু হয় বিকাল ৫টায় এবং এর সভাপতিত্ব করেন উপজেলা বাসদের সাবেক আহ্বায়ক কমরেড লোকমান আহমেদ তালুকদার।
অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, এটি ছিল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এক ঐতিহাসিক ঘটনা, যা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন দিগন্তের উন্মোচন করে।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বাসদ নেতা ডাঃ সুনীল রায় ও শফিকুল ইসলাম, উপজেলা আহ্বায়ক এআরসি কাওছার, সদস্য শেখ জালাল, অজয় পাল এবং ভূমিহীন সংগ্রাম পরিষদ নেতা মোক্তার আলী প্রমুখ। বক্তারা গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভার পর একটি মিছিল গুণই বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথসভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।