
মধুপুর রানী ভবানী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ঢুকে হুমকি এবং জোরপুর্বক তার চেয়ার কেঁড়ে নিলেন কর্নেল আসাদুল ইসলাম আজাদের ভাই আশরাফুল ইসলাম মাসুদ এর বিরুদ্ধে ।
এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধুপুর থানা অফিসার ইনচার্জ এমরানুল কবীর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ছাত্র ছাত্রীদের শান্ত থাকতে বলেন এবং এ ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে খুব দ্রুত সময়ের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২৪ ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করলে আরও কঠোর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন তারা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, গতকাল ৫ আগষ্ট মধুপুর কর্ণেল আজাদের নেতৃত্বে একটি বিজয় মিছিল হয়। মিছিল শেষে তারা লোকজন নিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করেন। কর্ণেল আজাদের ভাই মাসুদ তার লোকজনকে প্রধান শিক্ষকের অফিস থেকে শিক্ষকদের চেয়ার আনতে বলেন কিন্তু প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের চেয়ার না নিয়ে অন্যান্য চেয়ার নেওয়ার অনুরোধ জানান। তখন কর্ণেল আজাদের ভাই মাসুদ উত্তেজিত হয়ে তার লোকজন নিয়ে অফিস কক্ষে ঢুকে প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তার বসার চেয়ার কেঁড়ে নেন। এসময় মাসুদ বলেন আমি ইচ্ছে করলে দুই মিনিটের মধ্যে তোমার চাকরি ছেড়ে চলে যেতে হবে বলে হুমকি প্রধান করেন বলে জানান শিক্ষার্থীরা।
আমাদের প্রধান শিক্ষকের চেয়ার কেনো জোড় করে কেঁড়ে নেওয়া হলো এর জবাব কর্ণেল আজাদ ও তার ভাই মাসুদকে এখানে এসে দিতে হবে বলে জানান তারা।