
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন নদীতে চোরাচালান বিরোধী অভিযানে নেমে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ রয়েছেন বিজিবি সদস্য সিপাহী মাসুম বিল্লাহ। শনিবার ৯ আগস্ট, পশ্চিম জাফলং ও সদর ইউনিয়নের মাঝামাঝি আমবাড়ি (পন্নগ্রাম) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ভারতীয় চোরাচালান পণ্যের সন্ধানে টহল দিচ্ছিলেন। এ সময় তারা একটি সন্দেহজনক চোরাচালানকারী নৌকার পিছু নেন। ধাওয়া করার সময় দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয় এবং এতে দুটি নৌকাই ডুবে যায়।
বিজিবির নৌকাটিতে দুজন সদস্য ছিলেন। এদের মধ্যে একজনকে স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার করতে পারলেও সিপাহী মাসুম বিল্লাহকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বিজিবি সদস্যরা তার সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন। এদিকে, দুর্ঘটনার পর ডুবে যাওয়া অন্য নৌকাটি অর্ধেক ডুবন্ত অবস্থায় আটক করা হয়েছে।
রাতেই পানিতে নিখোঁজ বিজিবি সদস্য কে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

উদ্ধার তৎপরতা উপস্থিত রয়েছেন বিজিবি ৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মো. তোফায়েল আহমদ।