
টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সয়া গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘ’টনায় দুই বছর বয়সী এক শিশুর মৃ’ত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় একটি আটো গাড়ির নিচে চাপা পড়ে শিশুটি প্রা’ণ হারায়।
জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শিশুটি নিজ বাড়ি থেকে দৌড়ে রাস্তায় বের হয়। এসময় দ্রুতগামী একটি আটো গাড়ির সামনে পড়ে গেলে তার মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই শিশুটির মৃ’ত্যু হয়। স্থানীয়রা জানিয়েছেন, শিশুটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আটো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ির একাধিক যাত্রীও আ’হত হন। আ’হতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এই দুর্ঘ’টনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।