
ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থানের এর বর্ষ উদযাপন ও শহীদদের স্মরণে হবিগঞ্জে এক মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা শাখা। সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন। এতে আরও উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মুরালীধর দাশ।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হলে স্বৈরাচার, রাজাকার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর এবং নীতিহীন রাজনীতি পরিহার করতে হবে। তাঁরা অপরাধীদের বর্জন করে ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তাদের অঙ্গীকার ছিল, সকলে মিলে একটি বৈষম্যমুক্ত সমাজ গড়ে তুলবে।