
জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বানিয়াচংয়ে শহীদ আনাছের কবর জিয়ারত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান। সকাল ৭টায় বানিয়াচংয়ের ৩নং রাজবাড়ী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমান, সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল রহমান।
এছাড়াও, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান শোয়েব রাজা, শহীদ আনাছের বড় ভাই রাসেল মিয়া, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি লুৎফুররহমান, বানিয়াচং উপজেলা জামে মসজিদের ইমাম এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত বছরের ৫ আগস্ট বানিয়াচং থানায় শহীদ হন আনাছ। ২০২৪ সালের ৬ আগস্ট তাকে এই কবরস্থানে দাফন করা হয়। প্রতি বছর এই দিনে তার স্মরণে শ্রদ্ধা জানানো হয়।