
বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য অবশেষে চালু হয়েছে নিজস্ব বাস সার্ভিস। প্রাথমিকভাবে ৫টি রুটে এই পরিষেবা নিয়মিত পরিচালিত হবে। এই সুবিধার ফলে দূর-দূরান্তের শিক্ষার্থীদের কলেজে যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।
সময়সূচি ও রুটসমূহ
শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিদিন সকাল এবং দুপুরে বাস চলাচল করবে। নিচে রুট এবং সময়সূচি বিস্তারিত দেওয়া হলো:
- সকাল: প্রতিদিন বিভিন্ন গন্তব্য থেকে সকাল ৭টা ৩০ মিনিটে বাসগুলো কলেজের উদ্দেশ্যে ছেড়ে আসবে। শুধুমাত্র মাধবপুর থেকে বাস ছাড়বে সকাল ৭টায়।
- দুপুর: দুপুর ২টা ৪৫ মিনিটে সব বাস একসাথে কলেজ থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
যে ৫টি রুটে বাস চলাচল করবে: - আউশকান্দি
- বানিয়াচং
- চুনারুঘাট
- বামৈ
- মাধবপুর
এই বাস সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা অনেকটাই লাঘব হবে বলে আশা করা যাচ্ছে। কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী রুটের সংখ্যা বাড়ানো হতে পারে।