
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের হাতকড়া নিয়েই পালিয়েছেন ৯টি হত্যা মামলার এক আসামি। তার নাম আব্দুল মজিদ, সে কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। সোমবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সম্প্রতি বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে ৯ জন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি আব্দুল মজিদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নৌকায় করে থানায় নিয়ে আসার সময় কিছু লোক বাধা দেয়। এই সুযোগে মজিদ হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।