
বানিয়াচংয়ে জুলাই আন্দোলনের শহীদের স্মরণে স্মৃতিফলক স্থাপনের স্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। উপজেলা প্রশাসন যেখানে ফলকটি স্থাপন করতে চাইছে, তা নিয়ে আপত্তি জানিয়েছে বিভিন্ন মহল। তারা মনে করছেন, স্থানটি উপযুক্ত নয়।
যাঁরা আপত্তি তুলেছেন, তাঁদের মতে, স্মৃতিফলকটি বানিয়াচং-হবিগঞ্জ প্রধান সড়কের পাশে এবং থানার কাছে হওয়ায় ভবিষ্যতে সড়ক প্রশস্ত করা হলে এটি ভেঙে ফেলার প্রয়োজন হতে পারে। এছাড়া, এই স্থানে কোনো সমাবেশ বা শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হলে রাস্তা বন্ধ করে দাঁড়াতে হবে, যা যানজটসহ নানা সমস্যা সৃষ্টি করবে।
জুলাই আন্দোলনের একজন যোদ্ধা খায়রুল ঠাকুর এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এত সংকীর্ণ জায়গায় স্মৃতিফলকটি স্থাপন করা হচ্ছে যে রাস্তা সম্প্রসারণ হলে এটি ভেঙে পড়ার আশঙ্কা আছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীকে ফোনে এই বিষয়ে অবহিত করেছেন।
স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ স্মৃতিফলকটি এমন একটি জায়গায় স্থাপন করা হোক যেখানে এর মর্যাদা অক্ষুণ্ণ থাকবে এবং সহজেই শ্রদ্ধা নিবেদন করা যাবে।