
সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলা বাজারে ৩১শে জুলাই বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ইউনিয়ন এক প্রতিবাদ সভার আয়োজন করে। তাদের মূল দাবিগুলো ছিল শ্রমিকদের মজুরি বৃদ্ধি, চাঁদাবাজি বন্ধ এবং পাথর উত্তোলনে যন্ত্রদানব ফেলোডারের ব্যবহার বন্ধ করা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মঞ্জুর এলাহী সম্রাট, ২ নং জৈন্তাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন এবং অন্যান্য ব্যবসায়ী ও শ্রমিক নেতারা।

শ্রমিকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ফেলোডার মেশিন ব্যবহার করছেন। এতে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন এবং অনেকেই কাজ হারাচ্ছেন। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা এবং লিখিতভাবে জানানোর পরেও কোনো সমাধান না হওয়ায় এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শ্রমিক নেতারা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় দাবী না মানলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া বলে হুশিয়ারী দেন।