
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছিল।
এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করতে টাস্কফোর্স ৩৫টি বালুবোঝাই নৌকা ডুবিয়ে দেয়। এছাড়াও ২০টি নৌকা ধ্বংস করা হয় এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের পাশে থাকার অঙ্গীকার করেছেন।