
সিলেটের শাহপরাণ (রহঃ) থানা পুলিশ কর্তৃক এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে সৈয়দ সরোয়ার আহমদ লিপু (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে । গতকাল রাত ১২টা ৪০ মিনিটে শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সাজ্জাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শিবগঞ্জ সাদিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ বছর বয়সী ভুক্তভোগী গত চার বছর ধরে আসামীর বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলেন। গত ১৩ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে আসামী ভুক্তভোগীকে তার বাড়ির পাশের বাজারে রেখে যান। বাড়িতে ফেরার পর ভুক্তভোগী তার মাকে পেটে টিউমার হওয়ার কথা জানান। ভুক্তভোগীর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে তার মা তাকে চিকিৎসার জন্য স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কৈতক, ছাতকে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে, ভুক্তভোগী সাত মাসের অন্তঃসত্ত্বা।
বাড়িতে এসে মা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলে ভুক্তভোগী জানান যে, আসামী প্রায় এক বছর ধরে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। ধর্ষণের পর আসামী ভুক্তভোগীকে চাকু দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেন যাতে বিষয়টি কাউকে না বলা হয়।
পরবর্তীতে, ভুক্তভোগীর মা ও বাবা তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মাধ্যমে ওসিসিতে ভর্তি করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায় যে, ভুক্তভোগী বর্তমানে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা।
এই ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (১) ধারায় একটি মামলা ৩০ জুলাই (এফআইআর নং-১৫, রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।