
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (HAU) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৬ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এই বাজেট পেশ করেন।
উপাচার্য জানান, ঘোষিত বাজেটের মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাধ্যমে সরকার সরবরাহ করবে। বাকি ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রাজস্ব আয় থেকে সংস্থান করা হবে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট আবর্তক ব্যয় নির্ধারণ করা হয়েছে ১১ কোটি ২৯ লাখ টাকা।
গত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ছিল ১৫ কোটি টাকা। সেই তুলনায় বর্তমান বাজেট ১ কোটি ৩৪ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, “আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত বাজেট উপস্থাপন করা হয়েছে।”
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার মোঃ বদরুল আমিন, অর্থ ও হিসাব বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা মোবারক খান এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।