
হবিগঞ্জের লাখাই উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে ফরিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার দিবাগত রাত ৪টায় সন্তোষপুর এলাকার হাওরে এই ঘটনা ঘটে। পাঁচ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করতে পারেনি।
ফরিদ মিয়া সন্তোষপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে। জানা যায়, তিনি সোমবার রাত ৪টার দিকে সন্তোষপুর হাওরে আরও দুই জেলের সঙ্গে নৌকাযোগে মাছ ধরছিলেন। সে সময় তিনি হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যান। সঙ্গে থাকা জেলেরা এবং স্থানীয় লোকজন সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি।
দুপুর ১২টার দিকে খবর পেয়ে লাখাই উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র ফায়ার ফাইটার আনোয়ার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
ভারপ্রাপ্ত সিনিয়র ফায়ার ফাইটার আনোয়ার হোসেন জানান, দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা উদ্ধার অভিযান চালিয়েছেন। তবে, নৌকায় থাকা জেলেরা নিখোঁজ ব্যক্তির নির্দিষ্ট তলিয়ে যাওয়ার স্থান চিহ্নিত করতে না পারায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। হাওরে বর্ষার পানি বেড়ে যাওয়ায় সব জায়গা তলিয়ে গেছে, ফলে নির্দিষ্ট স্থান চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ফরিদ মিয়ার কোনো সন্ধান মেলেনি।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলেনি।