
টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ৬নং মির্জাবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ব্রাহ্মণবাড়ি হিরনবাজার গ্রামে মো: আব্দুল লতিফের ছেলে মোঃ নীরব (১৭) রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনা টি ঘটেছে আজ সকাল ১১ টায়। নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে তার মৃত্যুর বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। কেউ এটিকে আত্মহত্যা বলছেন, আবার কেউ কেউ হত্যাকাণ্ডের আশঙ্কা করছেন।
জানা গেছে, মোঃ নীরবের মৃত্যুর খবর পেয়ে মধুপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে সুরতহাল সম্পন্ন করে। সঠিক কারণ নির্ণয়ের জন্য মধুপুর থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নীরবের বাবা-মায়ের সাথে কথা বলেও তাদের কাছ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য মেলেনি, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই মোঃ নীরবের মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি এক ধরণের চাপা উত্তেজনা বিরাজ করছে।