সিলেট ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
News Title :
‎বানিয়াচংয়ে গভীর রাতে প্রবাসীর বাড়ি দখল, নিরীহ পরিবার জিম্মি! ‎নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের ওপর হামলা: ৫ জন আটক, ৬ পুলিশ সদস্য আহত‎ ‎নবীগঞ্জে আত্মহত্যা ও দাঙ্গা প্রতিরোধে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক সভা‎ সিলেটের জৈন্তাপুরে পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস ‎ধনবাড়ীতে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত: আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎সিলেটের বিভিন্ন সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক: বিজিবি’র সাফল্য ‎সখীপুরে মুসলিম জুয়েলার্সকে ১ লাখ টাকা জরিমানা ‎ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও গাজায় গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জে আইনজীবীদের মানববন্ধন ‎টাঙ্গাইল সদরে চাড়াবাড়ি এস ডি এস ব্রীজের পশ্চিম অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মৃতের স্ত্রী হত্যা মামলা দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানি, তদন্ত প্রতিবেদনের উপর তিনবার নারাজি ॥

‎প্রিয় মানুষ ও ফুটবলার সদ্য প্রয়াত,” নজমুল ভাই কে” নিয়ে স্মৃতিচারণ।

প্রয়াত নজমুল হোসেনের (ফাইল ছবি) ।


‎নজমুল ভাই আর আমাদের মাঝে নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)! খবরটা শুনার পর থেকেই মনটা অস্থির অস্থির লাগতেছে। আহ্ ছোটবেলা এল.আর হাইস্কুল মাঠ, এড়ালিয়া মাঠে কতো ছুটে গিয়েছি শুধুমাত্র নজমুল ভাইয়ের ফুটবল শৈলী দেখার জন্য। নজমুল ভাই মানেই ফাইভ এন্ড সিক্স আর ফাইভ এন্ড সিক্স মানেই নজমুল ভাই। তবে আমি নজমুল ভাইকে লাস্ট খেলতে দেখেছিলাম এড়ালিয়া মাঠে রোজ ইলেভেন এর হয়ে। একটি টুর্নামেন্টকে ঘিরে তখনকার বানিয়াচংয়ের সব স্টার প্লেয়ারদেরকে নিয়ে রোজ ইলেভেন খেলতে নামছিলো ওই টুর্নামেন্টে। সেই ম্যাচেও নজমুল ভাই অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। বিশেষ করে মাঝমাঠে বল ধরে একাই তিন তিনটি প্লেয়ারকে ডজ দিয়ে যে গোলটি করেছিলেন তা আজো আমার চোখবন্দি হয়ে আছে। ছোটবেলা আমরা ভাই-বন্ধুরা প্রায় সময়ই ফুটবল নিয়ে নানান তর্ক-বিতর্ক করতাম। কিন্তু যখনই কেউ প্রশ্ন করতো- “ক’ছাইন ডিস্টিক সেরা কে” তখন কোন তর্ক ছাড়াই আমরা সবাই একবাক্যে নজমুল ভাইকে ডিস্ট্রিক্ট সেরা খেলোয়াড় বলে স্বীকৃতি দিতাম। আমাদের চোখে নজমুল ভাই এমনই সেরা একজন ফুটবল জাদুকর ছিলেন। নজমুল ভাই ছিলেন বানিয়াচংয়ের ফুটবল রাজা।
‎প্রায় দুই যুগ পর যখন নজমুল ভাইয়ের সাথে একজন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচয় হলো, কথা হলো তখন আরেক নজমুল ভাইকে আবিষ্কার করলাম। মানুষটা সত্যি সহজ-সরল ও অত্যন্ত মিশুক প্রকৃতির ছিলেন। তার তুতলানো স্বভাবে কথার ধরণ যেনো তার সরলতাকেই ধারণ করে যাচ্ছিলো আমৃত্যু। ফুটবল পাগল আমাদের সকলের প্রিয় নজমুল ভাইয়ের এই হঠাৎ চলে যাওয়ার খবরে বিষন্ন মনে যখন এই স্মতিকথাগুলো লিখছি তখন স্টেডিয়াম (এল.আর হাইস্কুল), এড়ালিয়া মাঠ, জুয়েল মাঠ, ফুটবল ও আমাদের ম্যারাডোনা নজমুল ভাই চোখের সামনে ঝলমল করে ভাসছেন।
‎মহান আল্লাহ, ভাইয়ের যাপিত জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন….আমীন।
‎বাড়িতে না থাকায় শেষ দেখাটা আর হলো না🥲

‎লেখক- কবি ও সামাজিক ব্যক্তিত্ব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে গভীর রাতে প্রবাসীর বাড়ি দখল, নিরীহ পরিবার জিম্মি!

‎প্রিয় মানুষ ও ফুটবলার সদ্য প্রয়াত,” নজমুল ভাই কে” নিয়ে স্মৃতিচারণ।

সময় ০৯:১৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

প্রয়াত নজমুল হোসেনের (ফাইল ছবি) ।


‎নজমুল ভাই আর আমাদের মাঝে নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)! খবরটা শুনার পর থেকেই মনটা অস্থির অস্থির লাগতেছে। আহ্ ছোটবেলা এল.আর হাইস্কুল মাঠ, এড়ালিয়া মাঠে কতো ছুটে গিয়েছি শুধুমাত্র নজমুল ভাইয়ের ফুটবল শৈলী দেখার জন্য। নজমুল ভাই মানেই ফাইভ এন্ড সিক্স আর ফাইভ এন্ড সিক্স মানেই নজমুল ভাই। তবে আমি নজমুল ভাইকে লাস্ট খেলতে দেখেছিলাম এড়ালিয়া মাঠে রোজ ইলেভেন এর হয়ে। একটি টুর্নামেন্টকে ঘিরে তখনকার বানিয়াচংয়ের সব স্টার প্লেয়ারদেরকে নিয়ে রোজ ইলেভেন খেলতে নামছিলো ওই টুর্নামেন্টে। সেই ম্যাচেও নজমুল ভাই অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। বিশেষ করে মাঝমাঠে বল ধরে একাই তিন তিনটি প্লেয়ারকে ডজ দিয়ে যে গোলটি করেছিলেন তা আজো আমার চোখবন্দি হয়ে আছে। ছোটবেলা আমরা ভাই-বন্ধুরা প্রায় সময়ই ফুটবল নিয়ে নানান তর্ক-বিতর্ক করতাম। কিন্তু যখনই কেউ প্রশ্ন করতো- “ক’ছাইন ডিস্টিক সেরা কে” তখন কোন তর্ক ছাড়াই আমরা সবাই একবাক্যে নজমুল ভাইকে ডিস্ট্রিক্ট সেরা খেলোয়াড় বলে স্বীকৃতি দিতাম। আমাদের চোখে নজমুল ভাই এমনই সেরা একজন ফুটবল জাদুকর ছিলেন। নজমুল ভাই ছিলেন বানিয়াচংয়ের ফুটবল রাজা।
‎প্রায় দুই যুগ পর যখন নজমুল ভাইয়ের সাথে একজন ক্রীড়া সংগঠক হিসেবে পরিচয় হলো, কথা হলো তখন আরেক নজমুল ভাইকে আবিষ্কার করলাম। মানুষটা সত্যি সহজ-সরল ও অত্যন্ত মিশুক প্রকৃতির ছিলেন। তার তুতলানো স্বভাবে কথার ধরণ যেনো তার সরলতাকেই ধারণ করে যাচ্ছিলো আমৃত্যু। ফুটবল পাগল আমাদের সকলের প্রিয় নজমুল ভাইয়ের এই হঠাৎ চলে যাওয়ার খবরে বিষন্ন মনে যখন এই স্মতিকথাগুলো লিখছি তখন স্টেডিয়াম (এল.আর হাইস্কুল), এড়ালিয়া মাঠ, জুয়েল মাঠ, ফুটবল ও আমাদের ম্যারাডোনা নজমুল ভাই চোখের সামনে ঝলমল করে ভাসছেন।
‎মহান আল্লাহ, ভাইয়ের যাপিত জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন….আমীন।
‎বাড়িতে না থাকায় শেষ দেখাটা আর হলো না🥲

‎লেখক- কবি ও সামাজিক ব্যক্তিত্ব।