
বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের সিলেট জেলার সাবেক সভাপতি আজীবন সংগ্রামী প্রয়াত কমরেড ডা. বীরেন্দ্র দেবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক স্মরণসভা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকাল ৩টায় মির্জাজাঙ্গাল হোটেল নির্ভানা-ইন কনফারেন্স হলে বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ সিলেট জেলা এই সভার আয়োজন করে।
স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের প্রাক্তন কমিউনিটি মেডিসিনের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শিব্বীর আহমদ শিবলী।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন, জালালাবাদ হোমিওপ্যাথিক কলেজের অধ্যাপক ডা. এন এম আলী, হোমিওপ্যাথিক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলার সভাপতি ডা. ছাদিক আহমদ, এবং সিলেট মেট্রোপলিটন ল’ কলেজের অধ্যক্ষ ড. এম শহিদুল ইসলাম (এডভোকেট)। সভা শুরুতে স্বাগত বক্তব্য দেন, প্রয়াত ডা. বীরেন্দ্র দেবের একমাত্র ছেলে ডা. বিপ্লব দেব। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বক্তারা আলোচনায় অংশ নেন।
বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ সিলেট কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. এ এ এম শিহাব উদ্দিন এই স্মরণসভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন শরীফ শাহরিয়ার চৌধুরী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লোক সাহিত্যিক ও বহু গ্রন্থের প্রণেতা আবু সালেহ আহমেদ, অধ্যাপক বাছিত ইবনে হাবিব, কাজি রিয়াজ উদ্দিন, ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী, ডা. বীরেন্দ্র দেবের সহপাঠী মুক্তিযোদ্ধা ডা. মতিউর রহমান, দিলীপ কুমার দাস, ডা. বীরেন্দ্র দেবের কন্যা ডা. বিউটি রানী দেব ও ডা. প্রকৃতি দেব, ডা. ভূপিকা দেব, ডা. আবুল হোসেন, ডা. জরী চৌধুরী, ডা. এম কে খান, ডা. মালা রানী, দিলীপ কুমার রায়, ডা. চঞ্চল কুমার দাস ও ডা. আবুল হাসান চৌধুরী প্রমুখ।

ছবি- সাদেক আলী খান
স্মরণসভায় সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত থেকে প্রয়াত কমরেডের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অতিথিবৃন্দ প্রয়াত কমরেড বীরেন্দ্র দেবের জীবন দর্শন নিয়ে স্মৃতিচারণ করেন। সভা চলাকালীন সময়ে প্রয়াত ডা. বীরেন্দ্র দেবের জীবনী নিয়ে একটি ডকুমেন্টারী প্রদর্শনী করা হয়।
স্মরণ সভা শেষে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ সিলেট ও ছাতকের পক্ষ থেকে প্রয়াত কমরেড ডা. বীরেন্দ্র দেবের পরিবারের হাতে শ্রদ্ধাঞ্জলী সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন তাঁর ছেলে বিপ্লব দেব ও তাঁর পুত্রবধূ ডা. সুচন্দ্রা দেব।