
সিলেট, ২৪ জুলাই ২০২৫ – কোতোয়ালী মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং একটি নোহা গাড়ি আটক করেছে। জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ৩,৬২,৮০০/- (তিন লক্ষ বাষট্টি হাজার আটশত) টাকা।
আজ (২৪ জুলাই ২০২৫) সকাল ৬:৪৫ ঘটিকায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ লালদিঘীরপাড় ৪নং গলির শাহেদ এন্টারপ্রাইজ দোকানের সামনে অভিযান চালান। এ সময় একটি সাদা রঙের পুরাতন নোহা গাড়িকে (রেজিঃ নং-ঢাকা-মেট্রো-চ-১১-৮৫৩১) সিগন্যাল দিলে চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের সিট থেকে ৬০ পিস ভারতীয় বেনারশী শাড়ি, ৬৯ পিস কাঞ্জিভরম শাড়ি এবং ৪ পিস কাতান শাড়ি উদ্ধার করা হয়। সর্বমোট ১৩৩ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা নং-৩১, তারিখ-২৪/০৭/২০২৫ খ্রিঃ রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।