
সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমেদ এতে সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার, সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান, উপজেলা শিবিরের সাবেক সভাপতি সাংবাদিক আমির উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, সেক্রেটারি ফয়েজ আহমেদ, এবং শিবির নেতা সুফিয়ান আহমদ, রায়হান উদ্দিন, সাকিব আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে গোয়াইনঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নাল আবেদীন ছাত্রশিবিরের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক বলে আখ্যায়িত করেন এবং অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।