
আগামীকাল এনসিপি’র পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন। ছবিটি মঙ্গলবারের তোলা।
সিলেটে আগামীকাল ২৫শে জুলাই শুক্রবার
অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা। এই পদযাত্রাটি সিলেট মহানগরে বিকেল ৫টায় চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করবে এবং শহীদ মিনার প্রাঙ্গণেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হবে।
গত ২২শে জুলাই মঙ্গলবার সিলেট মহানগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এনসিপির পদযাত্রা সফল করতে সবাই একযোগে কাজ করছেন এবং গোপালগঞ্জে ঘটে যাওয়া সশস্ত্র আক্রমণের কোনো নেতিবাচক প্রভাব সিলেটে পড়বে না।
সংবাদ সম্মেলনে এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিমুদ্দিন শাহান বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, এনসিপি দেশজুড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে, যা ১লা জুলাই থেকে শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন জেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচিকে ঘিরে নানান অপপ্রচার চালানোর চেষ্টা হলেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পদযাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ সহ অন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন আশা করা হচ্ছে।