
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে মো জামিল আহমদ (১৫) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫শে জুলাই) সকালে ৭ টায় ধানের জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্র গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের কুরিহাই লান্দু গ্রামের জালাল উদ্দিনের বড় ছেলে। জামিল আহমদ আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে সে বাবার সাথে ধানের জমিতে কাজ করছিল। হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
এই হৃদয়বিদারক ঘটনায় কুরিহাই লান্দু গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।