
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা শাখার দ্বাদশ সম্মেলন আজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার ২৩ জুলাই বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের পোস্ট অফিস রোডের উদীচী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমরেড অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে জেলা সিপিবি’র সম্পাদক খায়রুল হাসান, অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক কমরেড ফয়সল আহমদ এবং সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গোলাম মর্তুজা তাফাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেমকে সভাপতি, মোঃ আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক এবং প্রভাষক বিজিত আচার্য্যকে সহ-সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট বিয়ানীবাজার উপজেলা কমিটি গঠন করা হয়।