
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খাস গ্রামে আজ ২০২৪-২৫ অর্থবছরের আউশ ধান প্রদর্শনীর “মাঠ দিবস” অনুষ্ঠিত হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আব্দুল গণী (বতাই)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোন্তাজুর আলম, মোয়াজ্জেম হোসেন এবং প্রতাপ দত্ত।
প্রদর্শনী কৃষক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ, আলাউদ্দিন ও তালেব আহমদ। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোন্তাজুর আলম।

এই মাঠ দিবসের আয়োজনের উদ্দেশ্য ছিল আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ দেখিয়ে কৃষকদের আউশ ধান চাষে উৎসাহিত করা এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করা।