
হবিগঞ্জ-লাখাই থেকে সরাইল আঞ্চলিক মহাসড়কের বেহাল দশায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হওয়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এই চরম জনদুর্ভোগের প্রতিবাদে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য স্থানীয় বাসিন্দা ও পথচারীরা গর্তগুলোর চারপাশে লাল নিশান টাঙিয়েছেন।
যানবাহন ও মানুষের দুর্ভোগ চরমে
এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, জরুরি প্রয়োজনে রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং কর্মজীবী মানুষ নিয়মিত এই পথ ব্যবহার করেন। কিন্তু সড়কের ভাঙাচোরা অবস্থার কারণে তাদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারের অভাবে দিন দিন সড়কের অবস্থা আরও খারাপ হচ্ছে। রাতের বেলায় ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে চলাচলকারী বড় বড় যানবাহনও এই রাস্তা ব্যবহার করায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।
সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোতালেব খানের উদ্বেগ
স্থানীয় বিএনপি নেতা আব্দুল মোতালেব খান এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স আর কর্মজীবী মানুষদের চলাচল করতে সমস্যা হচ্ছে। আমরা বাধ্য হয়ে লাল কাপড় টাঙিয়ে গর্তগুলো চিহ্নিত করেছি, যাতে অন্তত দুর্ঘটনা কিছুটা কমে।” তিনি আরও জানান যে, এই রাস্তা দিয়ে শত শত গাড়ি প্রতিদিন চলাচল করে এবং যেকোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। নিজ উদ্যোগে লাল নিশানা দিয়ে চিহ্নিত করার পাশাপাশি তিনি সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
দ্রুত পদক্ষেপের আহ্বান
লাল নিশান টাঙানোর মাধ্যমে স্থানীয়রা মূলত দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই বিষয়ে নজর দেবে এবং সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করবে। এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।
জনগণের এই দাবি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে?