
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল সাড়ে ১০টায় গোপায়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজমুল হক নছিব ও সিলেট জেলা সভাপতি মাওলানা নওফল আহমদ।
সভায় সর্বসম্মতিক্রমে মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী সভাপতি, মাওলানা তাফাজ্জুল হক সাধারণ সম্পাদক ও মাওলানা মোজাহিদ আহমদ মানিককে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়।
অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি মুফতি ফায়যুল কারীম, সহ-সভাপতি মাওলানা ফিরোজ আহমদ ও মাওলানা আবু নাছের খান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানিয়াচং উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান খান, সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমদ আরজু, শায়েস্তাগঞ্জ সভাপতি মাওলানা আব্দুল কাদির, সদর উপজেলা সভাপতি মাওলানা দিদার আলী, বাহুবল সভাপতি মাওলানা শামসুল হক, লাখাই সভাপতি মাওলানা মহিবুর রহমান, চুনারুঘাট সভাপতি কারী আঃ নূর, আজমিগঞ্জ সভাপতি মাওলানা তারিফ বিন শামস, মাওলানা শামসুদ্দিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ছালিকুর রহমান, মাওলানা নুরুল ইসলাম,মাওলানা ইউনূস আলী,আমিনুল হক, মাওলানা আফজাল হোসেন,মাওলানা আব্দুল গণি, মাওলানা ফাহিম আহমদ ও মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
সভায় বক্তাগণ বলেন, শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো দূর্যোগে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।