
পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ) এর উদ্যোগে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
পুসাগের সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাহিম মুনায়েম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক সিরাজ উদ্দিন (বিসিএস শিক্ষা ক্যাডার, ৪০তম)।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ আনোয়ার হোসেন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং সদর ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক আমিরুল ইসলাম।

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি ও ইনভায়রনমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফখরুজ্জামান ফলিক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান, আবু হানিফ সিদ্দিকিসহ গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোট ৩৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। পুসাগের এই উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।