
সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ আজ দুপুরে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাইমদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম প্রতি রায় (৪০)। তিনি লাক্কাতুরা চা বাগানের (সাঁওতালপাড়া) বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্সের সহায়তায় এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারস্থ বিষহরি ও দুর্গাবাড়ির সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন। এ সময় প্রতি রায়কে একটি সাদা প্লাস্টিকের চটের বস্তা কাঁধে নিয়ে রাস্তা পার হতে দেখে পুলিশের সন্দেহ হয়।
পরে তাকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার হেফাজতে থাকা সাদা প্লাস্টিকের চটের বস্তার ভেতর থেকে ১৫টি প্লাস্টিকের বোতলে মোট ৩০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার ২৪(খ) উপধারায় একটি মামলা (মামলা নং-১১, তারিখ-১৬/০৭/২০২৫খ্রিঃ) রুজু করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।