
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের দক্ষিণ সাদিপুর গ্রামের বাসিন্দা আফাজ উদ্দিন মরণব্যাধি টিউমার ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থ সংকটে ভুগছেন। তার চিকিৎসার জন্য সম্প্রতি ফেসবুকে একটি মানবিক আবেদন জানানো হয়েছিল।
সেই আবেদনে সাড়া দিয়ে আফাজ উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন প্রবাসী।
যুক্তরাজ্য প্রবাসী যিনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক তিনি ৫ হাজার টাকা কাতার প্রবাসী মো. কাসেম ৫ হাজার টাকা এবং একজন অজ্ঞাত ব্যক্তি ৫ শত টাকা করে মোট ১০ হাজার ৫ শত টাকা সহযোগিতা পাঠিয়েছেন।
আজ ১৬ই জুলাই এই সংগৃহীত অর্থ রোগী আফাজ উদ্দিনের কাছে হস্তান্তর করেন কুলাউড়ার মানবিক ব্যক্তি মোহাম্মদ কাওছার হোসেইন। আফাজ উদ্দিনের চিকিৎসার জন্য আরও অনেক অর্থের প্রয়োজন। তাই সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি তার চিকিৎসায় সাধ্যমতো সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।