
ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহন ।
লাখাই থানার ওসি মোঃ বন্দে আলী হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
১৪ জুলাই সোমবার হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলীর হাতে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় একটি ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। অভিন্ন মানদণ্ডে যাচাই-বাছাই শেষে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই অর্জনে ওসি বন্দে আলী সাথে আলাপ কালে তিনি জানান, এই সফলতা সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি বলেন, “আমি শুধু আমার অবস্থান থেকে দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতে যেন আরও ভালোভাবে কাজ করতে পারি, সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”
এই স্বীকৃতি লাখাই থানার পুলিশ সদস্যদের কর্মস্পৃহা বাড়াবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও নিবেদিত হয়ে কাজ করতে উৎসাহিত করবে বলে আশা করা যায়।