
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ গতকাল গভীর রাতে ৪০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রেজাউল করিম (২২)।
গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই রাত ১টা ৪৫ মিনিটে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে একদল পুলিশ সোবহানীঘাটস্থ কাষ্টঘরের পাকা রাস্তার ওপর থেকে রেজাউল করিমকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রেজাউল করিম সুনামগঞ্জ সদর থানার বৃন্দাবননগরের মৃত ফারুক মিয়ার ছেলে। বর্তমানে সে সিলেটের কোতোয়ালী থানার আল আমিন ৫৫, চারাদিঘীরপাড় এলাকায় বসবাস করত।
এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।মামলা নং ১১। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।