
দক্ষিণ সুরমায় ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
গত ২৯ জুন রাত প্রায় ১২ টায় এ ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানা সূত্রে জানা গেছে, এসআই অমিত সাহার নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ সুরমা থানা ভবনের প্রধান ফটকের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার মাছিমপুর (খালপাড়া) মশিউর রহমানের ছেলে বিল্লাল (২৮)।
মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার-হাড়িদিয়া (মাঝিবাড়ী) মোঃ হোসেন এর ছেলে রতন মিয়া (৪৮) বর্তমানে- বাসা নং-৪৯/ই, কাজী জালাল উদ্দিন, উত্তর কাজীটুলা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট বাসিন্দা।
তাদের কাছ থেকে ১০০ (একশত) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১৪(গ) ধারায় ৩০ জুন একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৪) আটককৃত আসামীদে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে দক্ষিণ সুরমা পুলিশ জানিয়েছে।