
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জননন্দিত ব্যক্তিত্ব আলাউদ্দিন এক মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার ও শুভানুধ্যায়ীরা।জানা যায়, আজ দুপুরে আলাউদ্দিন তার নিজের মোটরসাইকেলে চালিয়ে যাচ্ছিলেন। পথে আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি দূর্ঘটনার শিকার হয়। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দেন।আলাউদ্দিন দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আজমিরীগঞ্জ উপজেলাসহ পুরো হবিগঞ্জ জেলায় শোকের ছায়া নেমে আসে। সর্বস্তরের মানুষ তার আশু সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছেন। তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও জনসেবায় ফিরতে পারেন।