
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ গতকাল বুধবার রাতে নগরীর তালহা রেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৫ জনকে আটক করেছে।
জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তালহা রেস্ট হাউসের দ্বিতীয় তলার ২০৫ ও ২০৬ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। অভিযানে হাতেনাতে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মোঃ নুর আলী (৩৯), সুজন দাস (২৫), মোঃ আলাউদ্দিন (৫০) এবং দুই নারী রোশনা (২৬) ও সঞ্জিতা তাঁতী (২২) কে আটক করা হয়।
এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ ধারায় নন এফআইআর নং- ২৬৪, তারিখ-১৯/০৬/২০২৫ খ্রিঃ রুজু করা হয়েছে। আটককৃতদের আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।