
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের এক দ্রুত অভিযানে ছিনতাই হওয়া একটি পিকআপ ভ্যান, ৩২ বস্তা চিনি এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হল জামিল আহমেদ (৩০), পিতা: মৃত হামিদ মিয়া, স্থায়ী ঠিকানা: টিকারপাড়া, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান ঠিকানা: বাসা নং ২৭/২, বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, সিলেট।
মোঃ রনি (২৪), পিতা: জালাল উদ্দিন, ঠিকানা: বাসা নং ২৬/১, চৌকিদেখী, ১নং গলি, থানা-এয়ারপোর্ট, সিলেট।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) বিকাল আনুমানিক ৫টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাটস্থ মেসার্স আরাফাত ট্রেডার্স থেকে ৩২ বস্তা ফ্রেশ চিনি (মূল্য ১,৬১,৬০০/- টাকা) ক্রয় করে পিকআপ (রেজিঃ সিলেট মেট্রো-ন-১১-১১৪৮) যোগে কর্মচারী রয়েল চন্দ্র সরকার (২৭) ও চালক আলী হোসেন (২৫) পণ্য পরিবহনের উদ্দেশ্যে রওয়ানা হন।


সন্ধ্যা সাড়ে ৬ টায় চৌকিদেখী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে একটি কালো রঙের প্রাইভেটকারে থাকা চারজন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পিকআপটি থামিয়ে দেয়। তারা ড্রাইভার ও কর্মচারীকে জোরপূর্বক নামিয়ে তাদের নিকট থেকে মালামাল ক্রয়ের জন্য রাখা নগদ ২৬,৫০০/- টাকা ছিনিয়ে নেয় এবং চিনি বোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মদ সরওয়াদী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ তাৎক্ষণিক অভিযানে নামেন। তাদের দ্রুত পদক্ষেপে চৌকিদেখী ৮৯/২ নম্বর বাসার বাউন্ডারির ভিতর থেকে ছিনতাইকৃত ৩২ বস্তা চিনি, পিকআপ ভ্যান এবং নগদ ১২,০০০/- টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-১৪, তারিখ-১৮/০৬/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯২ পেনাল কোড রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।