
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৪ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মনির আহমেদ (২৮)। তিনি দরবস্ত এলাকার মৃত আমান উল্লাহর ছেলে।
বুধবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায় যে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে মাহুতহাঁটি এলাকায় মাদকদ্রব্যের চালান আসছে। এই সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে একটি চেকপোস্ট বসায়।
রাত ১০টার দিকে একটি সাদা রঙের টাটা এইস পিক-আপ তল্লাশি করে পুলিশ। সে সময় পিক-আপ থেকে ৩৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয় এবং মনিরকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃত আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।