
সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন এক পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে রাংপানি নদী। স্থানীয়দের কাছে ‘রাংপানি’ নামে পরিচিত এই জায়গাটি পর্যটকদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠেছে। সিলেট-তামাবিল সড়কের পাশে শ্রীপুর পাথর কোয়ারির কাছে এর অবস্থান। এটি মূলত মেঘালয়ের জৈন্তা পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলের একটি নদী, যা ‘রানহংকং’ জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে।
যেভাবে যাবেন রাংপানি
সিলেট শহর থেকে রাংপানি যেতে হলে আপনাকে প্রথমে জৈন্তাপুর আসতে হবে। সিলেট থেকে বাসে, লেগুনায়, সিএনজিচালিত অটোরিকশায় বা ব্যক্তিগত গাড়িতে করে আপনি জৈন্তাপুরের শ্রীপুরে যেতে পারবেন। সারাদিনের জন্য সিএনজি ভাড়া করলে ১৫০০-২০০০ টাকা লাগতে পারে। জৈন্তাপুর বাজার থেকে শ্রীপুর চা বাগান পর্যন্ত মাত্র ৩ কিলোমিটার পথ। চা বাগানের উল্টো দিক দিয়ে সরু পথ ধরে কিছু দূর গেলেই রাংপানি নদীর দেখা মিলবে।

রাংপানি ভ্রমণের বিস্তারিত
নদী পার হওয়ার জন্য স্থানীয় বারকি নৌকা ভাড়া নিতে হবে। ভাড়া করার আগে দরদাম করে নেওয়া ভালো। বর্তমানে, পর্যটকদের সুবিধার জন্য মোকামপুঞ্জির প্রবেশদ্বার থেকে ৫০০ টাকায় একজন গাইড পাওয়া যায়। এর ফলে পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণ সহজ হয়েছে। পর্যটকদের সুরক্ষার জন্য ট্যুরিস্ট পুলিশও এখানে সেবা দিচ্ছে।
জাফলংয়ের মতো সিলেটের আরেকটি প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র হিসেবে রাংপানি ভ্রমণপ্রিয় মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।