সিলেট ১২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
News Title :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লেঙ্গুড়া গ্রামবাসীর কঠোর হুঁশিয়ারি। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুব উর রহমানকে ছাড়পত্র: নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ। বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ আর নেই: দক্ষিণ সুরমায় ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। শুভ জন্মদিন এম এ মালেক: জীবন থেকে ঝরে গেল আরও একটি বছর, স্মৃতির পাতায় নতুন পালক। জাবিদুরের জানাজা ও দাফন সম্পন্ন: হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি কুলাউড়ায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মার্শাল আর্ট “কিকবক্সীংয়ে“ আয়ানের ব্ল্যাক বেল্ট অর্জন। ভূমি অধিকারসহ ১০ দফা দাবিতে চা-শ্রমিকদের ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত।সভাপতি সবুজ তাঁতি সাধারণ সম্পাদক কৃষ্ণ দাস অলমিক । দিনাজপুরে বানিয়াচংয়ের জাবেদুর রহমানের রহস্যজনক মৃত্যু: তদন্তে দাবী পরিবারের।

মার্শাল আর্ট “কিকবক্সীংয়ে“ আয়ানের ব্ল্যাক বেল্ট অর্জন।

ব্ল্যাক বেল্ট হাতে বাবার সাথে আয়ান । ছবি-ফেসবুক থেকে নেয়া ।

মার্শাল আর্টে ২৮ বছর আগে আয়ানের বাবা অলি আহমদ রুনু কুংফুতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছিলেন।
আর গত সপ্তাহে, অর্থাৎ ২০২৫ সালে, তার ছেলে আয়ান কিকবক্সিংয়ে ব্ল্যাক বেল্ট পেয়েছেন।
বাবা ১৯৯৪ সালে মার্শাল আর্ট শুরু করেন এবং ১৯৯৭ সালে ব্ল্যাক বেল্ট পান। পরে তিন ৪ বছর পর তিনি নিজেই একটি একাডেমী খুলেন। সিলেটের বিভিন্ন অঞ্চলে ৮টি শাখা প্রতিষ্ঠা করেন। সেসব শাখায় প্রায় ৫০০ ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেন তিনি। এরপর ২০০২ সালে তিনি ব্রিটেনে চলে যান, এবং সেখানে তার শ্যালক ইমরানকে সাথে নিয়ে কিডারমিনিস্টার শহরে একটি ক্লাব খুলে প্রায় এক বছর ব্রিটিশ ও বাঙালি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। তবে, ব্রিটেনে নিজেকে প্রতিষ্ঠিত করার কারণে পরবর্তীতে ক্লাবটি চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি ।

প্রশিক্ষকের সাথে আয়ান । ছবি-ফেসবুক থেকে নেয়া ।

তার বাবার অলি আহমদ রুনুর মুখে মার্শাল আর্টের গল্প শুনে আয়ান অনুপ্রাণিত হয়ে ২০২২ সালে কিকবক্সিংয়ে যোগ দেন। কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে সে অবশেষে বাবার পদাঙ্ক অনুসরণ করে ব্ল্যাক বেল্ট অর্জন করেছে। আয়ানের এমন সাফল্যে পরিবার ও আত্মীয় স্বজন সহ সবাই খুশি । অনলাইন সিলেট পরিবার পক্ষ থেকে আয়ানকে অভিনন্দন! তার প্রতি শুভকামনা, সে যেন বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে এই কামনা রইল ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লেঙ্গুড়া গ্রামবাসীর কঠোর হুঁশিয়ারি।

মার্শাল আর্ট “কিকবক্সীংয়ে“ আয়ানের ব্ল্যাক বেল্ট অর্জন।

সময় ০৬:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
ব্ল্যাক বেল্ট হাতে বাবার সাথে আয়ান । ছবি-ফেসবুক থেকে নেয়া ।

মার্শাল আর্টে ২৮ বছর আগে আয়ানের বাবা অলি আহমদ রুনু কুংফুতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছিলেন।
আর গত সপ্তাহে, অর্থাৎ ২০২৫ সালে, তার ছেলে আয়ান কিকবক্সিংয়ে ব্ল্যাক বেল্ট পেয়েছেন।
বাবা ১৯৯৪ সালে মার্শাল আর্ট শুরু করেন এবং ১৯৯৭ সালে ব্ল্যাক বেল্ট পান। পরে তিন ৪ বছর পর তিনি নিজেই একটি একাডেমী খুলেন। সিলেটের বিভিন্ন অঞ্চলে ৮টি শাখা প্রতিষ্ঠা করেন। সেসব শাখায় প্রায় ৫০০ ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেন তিনি। এরপর ২০০২ সালে তিনি ব্রিটেনে চলে যান, এবং সেখানে তার শ্যালক ইমরানকে সাথে নিয়ে কিডারমিনিস্টার শহরে একটি ক্লাব খুলে প্রায় এক বছর ব্রিটিশ ও বাঙালি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন। তবে, ব্রিটেনে নিজেকে প্রতিষ্ঠিত করার কারণে পরবর্তীতে ক্লাবটি চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি ।

প্রশিক্ষকের সাথে আয়ান । ছবি-ফেসবুক থেকে নেয়া ।

তার বাবার অলি আহমদ রুনুর মুখে মার্শাল আর্টের গল্প শুনে আয়ান অনুপ্রাণিত হয়ে ২০২২ সালে কিকবক্সিংয়ে যোগ দেন। কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে সে অবশেষে বাবার পদাঙ্ক অনুসরণ করে ব্ল্যাক বেল্ট অর্জন করেছে। আয়ানের এমন সাফল্যে পরিবার ও আত্মীয় স্বজন সহ সবাই খুশি । অনলাইন সিলেট পরিবার পক্ষ থেকে আয়ানকে অভিনন্দন! তার প্রতি শুভকামনা, সে যেন বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে এই কামনা রইল ।