
বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের পূর্বগড় মহল্লার বাসিন্দা জাবেদুর রহমানের (২৭) মরদেহ দিনাজপুরে পাওয়া গেছে। বানিয়াচং থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ঢাকায় কর্মরত জাবেদুরের মরদেহ দিনাজপুর থেকে উদ্ধার হওয়ায় তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
জাবেদুরের বড় ভাই দিলোয়ার রহমান ও আবুল কাশেম আজিজী তার মরদেহ উদ্ধারের জন্য ইতিমধ্যেই দিনাজপুর গেছেন। তারা দিনাজপুর থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, জাবেদুর রহমান ঢাকায় চাকরি করতেন। তবে তার মরদেহ কেন দিনাজপুর থেকে উদ্ধার করা হলো, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এই ঘটনার বিস্তারিত খবর পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।