সিলেট ১০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
News Title :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লেঙ্গুড়া গ্রামবাসীর কঠোর হুঁশিয়ারি। সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুব উর রহমানকে ছাড়পত্র: নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ। বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ আর নেই: দক্ষিণ সুরমায় ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ। শুভ জন্মদিন এম এ মালেক: জীবন থেকে ঝরে গেল আরও একটি বছর, স্মৃতির পাতায় নতুন পালক। জাবিদুরের জানাজা ও দাফন সম্পন্ন: হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি কুলাউড়ায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু মার্শাল আর্ট “কিকবক্সীংয়ে“ আয়ানের ব্ল্যাক বেল্ট অর্জন। ভূমি অধিকারসহ ১০ দফা দাবিতে চা-শ্রমিকদের ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত।সভাপতি সবুজ তাঁতি সাধারণ সম্পাদক কৃষ্ণ দাস অলমিক । দিনাজপুরে বানিয়াচংয়ের জাবেদুর রহমানের রহস্যজনক মৃত্যু: তদন্তে দাবী পরিবারের।

সিলেটের নতুন আকর্ষণ: “মিনি সাজেক” লেক্সাস গার্ডেন

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আরও এক নতুন মাত্রা পেয়েছে “লেক্সাস গার্ডেন”-এর মাধ্যমে, যা পর্যটকদের কাছে পরিচিতি পাচ্ছে “মিনি সাজেক” নামে। সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের মোকামেরগুল, হযরত শাহ সুন্দর (রঃ) এর মাজারের পাশেই অবস্থিত এই নয়নাভিরাম পর্যটন কেন্দ্রটি উঁচু-নিচু টিলা এবং লেকের সমন্বয়ে গঠিত, যা ভ্রমণপিপাসুদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।
শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা প্রশান্তি খুঁজতে প্রতিদিন শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন লেক্সাস গার্ডেনে। বিশেষ করে ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। এখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য যেকোনো মানুষকে বিমোহিত করার জন্য যথেষ্ট।


যাতায়াত এবং অন্যান্য সুবিধা
সিলেট শহর থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে অবস্থিত হওয়ায় লেক্সাস গার্ডেনে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক। সিলেট-জাফলং রোডের পীরের বাজার নেমে মাত্র ২০ মিনিটেই পৌঁছে যাওয়া যায় লেক্সাস গার্ডেনে।
লেক্সাস গার্ডেনের কাছেই হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সহচর হযরত শাহ সুন্দর (রঃ) এর মাজার অবস্থিত। ফলে দর্শনার্থীরা একই সাথে মাজার জিয়ারত এবং লেক্সাস গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন। উঁচু-নিচু টিলার মধ্য দিয়ে হেঁটে চলার অভিজ্ঞতা এখানে এক ভিন্ন রকম অ্যাডভেঞ্চার যোগ করে।
সাজেকের স্বাদ সিলেটে
লেক্সাস গার্ডেনকে অনেকেই বাংলাদেশের দার্জিলিং খ্যাত সাজেক ভ্যালির সাথে তুলনা করছেন। এখানে এসে আপনি সাজেকের মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও, লেক্সাস গার্ডেনে বিভিন্ন রাইডের ব্যবস্থাও আছে, যা আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে।
ঘোরাঘুরির পাশাপাশি লেক্সাস গার্ডেনে সিলেটের বিখ্যাত সুস্বাদু আনারসের স্বাদও নিতে পারবেন। যদিও বর্তমানে খাবারের খুব একটা সুব্যবস্থা নেই, তবে হালকা খাবার সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চেষ্টা করছেন। বর্তমানে প্রবেশ ফি মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বেশ সাশ্রয়ী।


লেক্সাস গার্ডেনের সৌন্দর্য যে আপনাকে নিরাশ করবে না, সে বিষয়ে কর্তৃপক্ষ আশাবাদী।
লেক্সাস গার্ডেনে ঘুরতে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর।
তাদের একজন আসিফ রহমানের সাথে আমাদের প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, এখানে এসে খুবই ভাল লাগছে, এখানে আরো সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন তিনি। তিনি ছাড়াও লেক্সাস গার্ডেন নিয়ে বেশ কয়েকজন পর্যটকের সাথে আলাপ কালে তাঁরাও সুযোগ সুবিধা বাড়ানো তাগিদ দেন।
লেক্সাস গার্ডেন ম্যানেজার হেলাল আহমদের সাথে কথা বলে জানা গেছে, তারা দ্রুতই খাবারের ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করছেন। দ্রুত ই সব কিছু করার চেষ্টা করছেন মালিকপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লেঙ্গুড়া গ্রামবাসীর কঠোর হুঁশিয়ারি।

সিলেটের নতুন আকর্ষণ: “মিনি সাজেক” লেক্সাস গার্ডেন

সময় ০১:১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য আরও এক নতুন মাত্রা পেয়েছে “লেক্সাস গার্ডেন”-এর মাধ্যমে, যা পর্যটকদের কাছে পরিচিতি পাচ্ছে “মিনি সাজেক” নামে। সিলেটের খাদিমপাড়া ইউনিয়নের মোকামেরগুল, হযরত শাহ সুন্দর (রঃ) এর মাজারের পাশেই অবস্থিত এই নয়নাভিরাম পর্যটন কেন্দ্রটি উঁচু-নিচু টিলা এবং লেকের সমন্বয়ে গঠিত, যা ভ্রমণপিপাসুদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।
শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা প্রশান্তি খুঁজতে প্রতিদিন শত শত মানুষ পরিবার-পরিজন নিয়ে ছুটে আসছেন লেক্সাস গার্ডেনে। বিশেষ করে ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। এখানকার অপরূপ প্রাকৃতিক দৃশ্য যেকোনো মানুষকে বিমোহিত করার জন্য যথেষ্ট।


যাতায়াত এবং অন্যান্য সুবিধা
সিলেট শহর থেকে মাত্র আধ ঘন্টার দূরত্বে অবস্থিত হওয়ায় লেক্সাস গার্ডেনে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুবিধাজনক। সিলেট-জাফলং রোডের পীরের বাজার নেমে মাত্র ২০ মিনিটেই পৌঁছে যাওয়া যায় লেক্সাস গার্ডেনে।
লেক্সাস গার্ডেনের কাছেই হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সহচর হযরত শাহ সুন্দর (রঃ) এর মাজার অবস্থিত। ফলে দর্শনার্থীরা একই সাথে মাজার জিয়ারত এবং লেক্সাস গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাচ্ছেন। উঁচু-নিচু টিলার মধ্য দিয়ে হেঁটে চলার অভিজ্ঞতা এখানে এক ভিন্ন রকম অ্যাডভেঞ্চার যোগ করে।
সাজেকের স্বাদ সিলেটে
লেক্সাস গার্ডেনকে অনেকেই বাংলাদেশের দার্জিলিং খ্যাত সাজেক ভ্যালির সাথে তুলনা করছেন। এখানে এসে আপনি সাজেকের মতো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও, লেক্সাস গার্ডেনে বিভিন্ন রাইডের ব্যবস্থাও আছে, যা আপনার ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে।
ঘোরাঘুরির পাশাপাশি লেক্সাস গার্ডেনে সিলেটের বিখ্যাত সুস্বাদু আনারসের স্বাদও নিতে পারবেন। যদিও বর্তমানে খাবারের খুব একটা সুব্যবস্থা নেই, তবে হালকা খাবার সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। চেষ্টা করছেন। বর্তমানে প্রবেশ ফি মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা বেশ সাশ্রয়ী।


লেক্সাস গার্ডেনের সৌন্দর্য যে আপনাকে নিরাশ করবে না, সে বিষয়ে কর্তৃপক্ষ আশাবাদী।
লেক্সাস গার্ডেনে ঘুরতে আসা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর।
তাদের একজন আসিফ রহমানের সাথে আমাদের প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, এখানে এসে খুবই ভাল লাগছে, এখানে আরো সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলেন তিনি। তিনি ছাড়াও লেক্সাস গার্ডেন নিয়ে বেশ কয়েকজন পর্যটকের সাথে আলাপ কালে তাঁরাও সুযোগ সুবিধা বাড়ানো তাগিদ দেন।
লেক্সাস গার্ডেন ম্যানেজার হেলাল আহমদের সাথে কথা বলে জানা গেছে, তারা দ্রুতই খাবারের ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির জন্য আপ্রাণ চেষ্টা করছেন। দ্রুত ই সব কিছু করার চেষ্টা করছেন মালিকপক্ষ।