
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ মার্চ ওসমানী নগর উপজেলার পূর্বগাঁও সমাজ কল্যাণ পরিষদ এক ব্যতিক্রমী আলোচনা সভার আয়োজন করে। বাল্যবিবাহ ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সভা পূর্বগাঁও সমাজ কল্যাণ পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক আবুল মনছুর মোঃ সায়েমের উদ্যোগে অনুষ্ঠিত হয়। নারী দিবসের আলোচনায় আবুল মনছুর মোঃ সায়েম বাল্য বিবাহ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন।পূর্বগাঁও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তারা নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় সকলের ভূমিকার উপর জোর দেন। সভায় মানবিক ও সমাজসেবী হিসেবে পরিচিত আবুল মনছুর মোঃ সায়েমের উপস্থাপিত প্রবন্ধ নিয়ে বক্তাগণ আলোচনা করেন। তার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ও ভূয়সী প্রশংসা করা হয়। তিনি নিয়মিত নিজেকে সামাজিক কাজে নিয়োজিত রাখেন বলে উপস্থিত সকলে উল্লেখ করেন।আলোচনা চলাকালীন, আবুল মনছুর মোঃ সায়েম জানান, তিনি সবসময় সামাজিক কাজে যুক্ত থাকার চেষ্টা করেন এবং বাল্যবিবাহ, নারী নির্যাতনসহ সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করেন। তার এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।