সিলেট উপশহরে ব্যবসায়ী রাসেলের চাচার বাসায় সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়,সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঝিগলি গ্রামের বাসিন্দা মোঃ শামছুল ইসলামের ছেলে রাসেল আহমদ তার চাচার বাসায় আত্মগোপনে ছিলেন। তিনি ইতোপূর্বে তার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হয়েছিলেন বলে জানান। তিনি হামলাকারীদের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের বরাবরে লিখিত অভিযোগ ও দায়ের করে সিলেট শহরে উপশহর এলাকার চাচার বাসায় আত্মগোপনে ছিলেন।
কিন্ত ৭ মার্চ সেই মাদক ব্যবসায়ী ও দূর্বৃত্তরা আবার সক্রিয় হয়ে তার চাচার ঠিকানা সংগ্রহ করে বাসায় হামলা করে। উক্ত সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে আমাকে হত্যার জন্য গুলি চালায় বলে তিনি জানান। পরে কয়েক রাউন্ড গুলি ফাঁকা গুলি চালিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে। সন্ত্রাসীরা অবস্থা বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে যায় বলে তারা জানান। রাসেল আহমদ আরও বলেন, আমি প্রাণভয়ে সিলেট থেকে গোপনে ঢাকায় চলে আসি। এ ব্যাপারে রাসেল এর মাতা মোছাঃ ছুরতুন নেছার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার ছেলে প্রাণভয়ে পালিয়ে গেলেও আমাদের পরিবার এখনও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি বলে অভিযোগ করেন।
সিলেট
০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
News Title :
সিলেট উপশহরে ব্যবসায়ী রাসেলের চাচার বাসায় সন্ত্রাসী হামলার অভিযোগ।
-
স্টাফ রিপোর্টার, সিলেট।।
- সময় ০৫:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- 76
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ