
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদকে গতকাল এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দিয়েছে উপজেলা ছাত্রলীগ। স্থানীয় পৌরসভা মিলনায়তনে বিকাল ৪টায় এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্না আহমেদে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার জনপ্রিয় মেয়র আমিনুল ইসলাম রাবেল। এছাড়াও আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।সংবর্ধনা সভায় প্রধান অতিথি মেয়র আমিনুল ইসলাম রাবেল নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “নাসিম আমাদের ছাত্রলীগের গর্ব। তার সংবর্ধনা সভায় উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত।” মেয়র আরও দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, “নাসিম আহমদ আগামীতে ছাত্রলীগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”এই সংবর্ধনা নাসিম আহমদের প্রতি উপজেলা ছাত্রলীগের সংহতি এবং তার নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।