
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধ এবং জাতিসংঘের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের দাবিতে হবিগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণের সম্মুখ রাস্তায় এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, হবিগঞ্জ জেলা বার শাখার উদ্যোগে আজ ৮ অক্টোবর ইংরেজি সকাল ১০টায় এই কর্মসূচি পালিত হয়।
অ্যাডভোকেট মুরলী ধর দাসের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট পিনাক রঞ্জন দেবনাথের সঞ্চালনায় প্রতিবাদ সভায় আইনজীবীরা ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান।
সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হান্নান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির হবিগঞ্জ বার শাখার অন্যতম সদস্য সিনিয়র অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট মোঃ শামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট নিজামুল হক লস্কর, অ্যাডভোকেট শফিকুল ইসলাম দুলাল, অ্যাডভোকেট মোঃ আতাউর রহমান তালুকদার, অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মিল হক, অ্যাডভোকেট শশাঙ্ক দত্ত, অ্যাডভোকেট দেবান্জন ভট্টাচার্য, অ্যাডভোকেট মোঃ খায়রুল ইসলাম সামায়ন, অ্যাডভোকেট শরদিন্দু ভট্টাচার্য, অ্যাডভোকেট পবিত্র কুমার দাস, দেওয়ান জাকারিয়া প্রমুখ।
বক্তারা ইসরায়েলি বাহিনীর হামলাকে মার্কিন মদদপুষ্ট গণহত্যা আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের দাবি জানান। তাঁরা বলেন, গাজায় বিগত দুই বছরে ইসরায়েলি হামলায় প্রায় ৬৫ হাজারের বেশি মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে, যার মধ্যে বিশ হাজারই শিশু।
আহত হয়েছেন দেড় লক্ষাধিক মানুষ এবং প্রায় তেইশ হাজারের বেশি গাজাবাসী বাস্তুহারা হয়েছেন। এছাড়া গাজার আশি শতাংশ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, জাতিসংঘের ১৯৩টি সাধারণ সদস্য দেশের মধ্যে ১৫৭টি দেশই গাজায় মানবাধিকার লংঘনের জন্য উদ্বেগ প্রকাশ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবুও ইসরায়েলি বাহিনীর হামলা চলমান রয়েছে।
বক্তারা অবিলম্বে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে হত্যাযজ্ঞ থামাতে হবে।
একইসাথে, জাতিসংঘকে আর কালক্ষেপণ না করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে মানবাধিকার রক্ষায় নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য জোর দাবি জানানো হয়।