সিলেট ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫
News Title :
‎সিলেটের বিভিন্ন সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক: বিজিবি’র সাফল্য ‎সখীপুরে মুসলিম জুয়েলার্সকে ১ লাখ টাকা জরিমানা ‎ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও গাজায় গণহত্যা বন্ধের দাবিতে হবিগঞ্জে আইনজীবীদের মানববন্ধন ‎টাঙ্গাইল সদরে চাড়াবাড়ি এস ডি এস ব্রীজের পশ্চিম অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন মৃতের স্ত্রী হত্যা মামলা দিয়ে সাংবাদিক পরিবারকে হয়রানি, তদন্ত প্রতিবেদনের উপর তিনবার নারাজি ॥ ‎চট্টগ্রামের উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত: রেলপথে ব্যাপক শিডিউল বিপর্যয়‎ ‎গোয়াইনঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ ‎তামাবিল স্থলবন্দর পরিদর্শন করলেন কাস্টমস কমিশনার‎ ‎সিলেটের জৈন্তাপুরে আসামপাড়া আদর্শ বালু পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন: মানিক আহমেদ সভাপতি, শাহজাহান মিয়া সাধারণ সম্পাদক ‎ক্লাসে টিকটক ভিডিও: নবীগঞ্জে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

‎টাঙ্গাইলের মধুপুরে ম্যাটস চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ‎

মানববন্ধনে বক্তব্য রাখছেন এডভোকেট মোহাম্মদ আলী।


টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মেডিক্যাল এসিস্টেন্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) দ্রুত চালুর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৬ অক্টোবর সকালে মধুপুরে ম্যাটস ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।
‎কর্মসূচির আয়োজক ও প্রধান অতিথি
‎টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক গোষ্ঠী এই মানববন্ধনের আয়োজন করে।
‎এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
‎মানববন্ধনে বক্তারা অবিলম্বে ম্যাটসের শিক্ষা কার্যক্রম চালুর জোর দাবি জানান।

‎প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আলী তাঁর বক্তব্যে বলেন যে, গরিব কৃষকরা তাঁদের ফসলি জমি সরকারি খাতে দিয়েছে শুধুমাত্র তাঁদের সন্তান এবং মধুপুর-ধনবাড়ী অঞ্চলের মানুষের চিকিৎসা ও শিক্ষাখাতের উন্নয়নের জন্য।
‎তিনি আক্ষেপ করে বলেন, ম্যাটস অনুমোদনের চার বছর পার হলেও এখনো পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

‎মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিনজুর রহমান নান্নু ও সোহেল রানা মাসুম, এবং ছাত্রদলের সাবেক আহবায়ক মোশাররফ হোসেন সরকার মনি-সহ আরও অনেকে।
‎স্মারকলিপি প্রদান ও আন্দোলনের হুঁশিয়ারি
‎মানববন্ধন শেষে দুর্নীতি বন্ধের বিরুদ্ধে মিছিল করা হয় এবং ম্যাটস চালুর দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
‎তিনি হুঁশিয়ারি দেন যে, ম্যাটস চালু না হলে মধুপুরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটের বিভিন্ন সীমান্তে এ যাবৎকালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক: বিজিবি’র সাফল্য

‎টাঙ্গাইলের মধুপুরে ম্যাটস চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ‎

সময় ০৬:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

মানববন্ধনে বক্তব্য রাখছেন এডভোকেট মোহাম্মদ আলী।


টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মেডিক্যাল এসিস্টেন্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) দ্রুত চালুর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ৬ অক্টোবর সকালে মধুপুরে ম্যাটস ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।
‎কর্মসূচির আয়োজক ও প্রধান অতিথি
‎টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক গোষ্ঠী এই মানববন্ধনের আয়োজন করে।
‎এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
‎মানববন্ধনে বক্তারা অবিলম্বে ম্যাটসের শিক্ষা কার্যক্রম চালুর জোর দাবি জানান।

‎প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আলী তাঁর বক্তব্যে বলেন যে, গরিব কৃষকরা তাঁদের ফসলি জমি সরকারি খাতে দিয়েছে শুধুমাত্র তাঁদের সন্তান এবং মধুপুর-ধনবাড়ী অঞ্চলের মানুষের চিকিৎসা ও শিক্ষাখাতের উন্নয়নের জন্য।
‎তিনি আক্ষেপ করে বলেন, ম্যাটস অনুমোদনের চার বছর পার হলেও এখনো পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।

‎মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিনজুর রহমান নান্নু ও সোহেল রানা মাসুম, এবং ছাত্রদলের সাবেক আহবায়ক মোশাররফ হোসেন সরকার মনি-সহ আরও অনেকে।
‎স্মারকলিপি প্রদান ও আন্দোলনের হুঁশিয়ারি
‎মানববন্ধন শেষে দুর্নীতি বন্ধের বিরুদ্ধে মিছিল করা হয় এবং ম্যাটস চালুর দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
‎তিনি হুঁশিয়ারি দেন যে, ম্যাটস চালু না হলে মধুপুরের জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।